কোচবিহারের লড়াকু নেত্রী মালতি রাভা রায়কে সর্বভারতীয় স্তরে জায়গা দিল বিজেপি। আজ তাঁকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সর্বভারতীয় মহিলা মোর্চার সহ-সভাপতির দায়িত্ব দিয়েছে। এদিন বিকেলে মহিলা মোর্চার সর্বভারতীয় কমিটি প্রকাশ করে দিল্লি।
গত মাসেই হাওড়া থেকে হাওড়ার বিজেপি নেত্রী ইসরাত জাহান কে সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সম্পাদক করা হয়। তার এক মাসের মধ্যেই রাজ্যের আরো এক মহিলাকে নেত্রীকে সর্বভারতীয় স্তরে তুলে আনল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ থেকে মহিলা মোর্চার সর্বভারতীয় সহ সভানেত্রী হলেন বিধায়ক মালতি রাভা রায়।
মালতি দেবী কোচবিহারের বিজেপির প্রাক্তন জেলা সভানেত্রী। ১৯৯২ সালে বিজেপিতে যোগদান করেন। দীর্ঘদিন লড়াইয়ের ময়দানে থেকে জেলার গন্ডি পেরিয়ে রাজ্য মহিলা মোর্চায়ও জায়গা করে নিয়েছিলেন। হয়েছিলেন রাজ্য মহিলা মোর্চার সহ-সভানেত্রী। এবার জায়গা করে নিলেন সর্বভারতীয় কমিটিতে।
সর্বভারতীয় কমিটিতে জায়গা পেয়ে তুফানগঞ্জের বিধায়ক বলেন, অবশ্যই আমি খুশি। দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করার চেষ্টা করব। এরাজ্যের মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে লড়াই করবো। তার আগে দলের সর্বভারতীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই রাজ্য বিজেপির সকল নেতৃত্বকে।
বিধানসভায় হারের পর বাংলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে দিল্লি। কারণ সামনে লোকসভা ভোট। বিগত লোকসভা ভোটে বাংলা থেকে ১৮ জন সাংসদ পেয়েছিল বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। তাই উত্তরবঙ্গ থেকে দলের সর্বভারতীয় পদে মালতি আভা রায়কে জায়গা দিল দিল্লি বলে মনে করছে রাজনৈতিক মহল।