রাত পোহালেই মহালয়া। দেবীপক্ষের সূচনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওইদিনও রেহাই নেই বৃষ্টি থেকে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, মহালয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পাশাপাশি বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে দেবীপক্ষের শুরু থেকেই বৃষ্টির ভ্রুকুটি।
দেবীপক্ষের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যে মহালয়া কাটলেও, তারপরেই ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া- দেবীপক্ষের সূচনায় বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার জেরে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিবীপুর, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন হাওয়া অফিস। পরের ২ দিন দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া- আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের আট জেলায় মহালয়ার দিন সেরকম কোনও বৃষ্টি না হলেও, পরের দিন কয়েক ধরে সেখানে কখনও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি, কখনও বা দুএকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।