সম্প্রতি রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোট গণনা সম্পন্ন হয়। এই গণনাকে কেন্দ্র করে একদিকে যেখানে শাসক শিবিরের মধ্যে উচ্ছাসের ঢেউ বইতে দেখা যায়, সেখানে বিরোধী তরফে উঠল ভোট কারচুপির অভিযোগ। সব মিলিয়ে রাজ্যের আর পাঁচটা নির্বাচনের মতোই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে বুধবারে ভোটগণনা সম্পন্ন হল।
রাজ্য মেডিকেল কাউন্সিলের এই নির্বাচন বিগত একমাস ধরে চলে। তারপরে অবশেষে ভোটগণনা শুরু হয় বুধবারে। এদিন, প্রথমে শিক্ষক চিকিৎসকদের নিয়ে গঠিত ৭ পদ বিশিষ্ট ‘জে’ ক্যাটাগরির ভোট গণনা করা হয়। তারপরে গণনা করা হয় রাজ্যের সমস্ত রেজিস্টার্ড চিকিৎসকদের নিয়ে গঠিত ৭ পদ বিশিষ্ট ‘এইচ’ ক্যাটাগরির ভোট। সবশেষে শাসক শিবির জিতলেওনকল ব্যালটের অভিযোগ তুলে ভোট কারচুপির অভিযোগ তুললেন চিকিৎসক কৌশিক লাহিড়ী।
জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্সের তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ীর অভিযোগ, “১৯০০-২০০০ মতো ভোট যে পড়বে, সে ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম। তার মধ্যে অন্তত ৮০০ ভোট আমাদের পাওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে, ভোট পড়েছে প্রায় ২৭০০। অতিরিক্ত ওই ৭০০ ভোটেই কারচুপি করা হয়েছে বলে মনে করছি। নকল ব্যালট ছাপিয়ে সেই কাজ করা হয়েছে”।