প্রেসিডেন্সিতে ভর্তি প্রক্রিয়াতে বেনিয়ম, সেই অভিযোগে ফের আন্দোলনের পথে সেখানকার ছাত্র সংসদ।
সোমবার প্রেসিডেন্সির পোর্টিকোতে ছাত্র সংসদের নেতারা বৈঠক ডেকেছেন বলে খবর।তাঁদের দাবি, এডমিশন টেস্টের রেজাল্ট বেড়িয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনও মেধা তালিকা নেই। এ বছর পশ্চিমবঙ্গের আর কোনও কলেজেই এরকম হয়নি। স্বভাবতই, দুর্নীতির সুযোগ রয়েছে বলে অভিযোগ উঠছে।
এক্ষেত্রে অভিযোগ, গতবছরও কিন্তু কোনও লিস্ট বেরোয়নি প্রাথমিকভাবে। গত বছরেও আন্দোলন করেই মেরিট লিস্ট প্রকাশ নিশ্চিত করতে হয়েছিল প্রায় ৬০ ঘন্টা অবস্থানের পর।
আবার এবছরও একই ঘটনা।
ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতার মতো অত্যাবশ্যকীয় বিষয়েও আন্দোলন ছাড়া গতি থাকবে না! মনে করছেন অভিযোগকারীরা। এর বিরুদ্ধে আগের সব বারের মতোই দলমত নির্বিশেষে দলীয়তার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতেই হবে। তাই, সোমবার বেলা ১২টায় পোর্টিকোতে বসে ঠিক হবে আন্দোলনের রূপরেখা।