সকালে কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ, এইটাই দিন কয়েক কলকাতার চিত্র । শুধু কলকাতাই নয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আজও তাই। পশ্চিমের জেলাগুলিতেও ছবিটা একই। আবহাওয়া দফতর বলছে, শুক্রবার থেকে গোটা রাজ্যেরই তাপমাত্রা কমবে। সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিচ্ছেন আবহবিদরা। পারদ নামতে পারে ৪ ডিগ্রি পর্যন্ত, অনুমান আবহাওয়াবিদদের।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। দেশি আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৯ থেকে ৯৬ শতাংশ।
আবহবিদদের মতে আগামী দু-তিন দিন এরকমই আবহাওয়া থাকবে। সকালে কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। শুক্রবার এর পর তাপমাত্রা নামবে কলকাতাসহ রাজ্যে। কলকাতায় ১৪ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা নামতে পারে। জেলায় পারদ ১০ ডিগ্রির নিচে নামতে পারে। রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আগামী ৪ দিনে উত্তর পশ্চিম ভারতে ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আগামী বৃহস্পতি ও শুক্রবার পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এবং উত্তর রাজস্থানে শৈত্যপ্রবাহের সর্তকতা। দু-তিন দিন পর থেকে তাপমাত্রা নামবে মধ্য এবং পূর্ব ভারতের রাজ্যগুলি তে।সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আগামী দুদিন কুয়াশার সর্তকতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলা ওড়িশা এবং মধ্যপ্রদেশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় আজও ঘন কুয়াশার সতর্কবার্তা। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সকালে ঘন কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। এই চার জেলায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কেরল ও মাহেতে। তামিলনাডু ও পন্ডিচেরিতে অতি বর্ষণের সম্ভাবনা।
ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আরব সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর রাজস্থান, এবং শ্রীলংকা উপকূলে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। একটি অক্ষরেখা রয়েছে পূর্ব-মধ্য আরব সাগরের মহারাষ্ট্র উপকূল থেকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত।