ফের পারদ-পতন তিলোত্তমায়| মঙ্গলবার এক ধাক্কায় আড়াই ডিগ্রি নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ| এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস| চলতি মরশুমে মঙ্গলবারই এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন| ধীরে ধীরে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়তে চলেছে| ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে বাড়বে শীতের প্রভাব|
তবে, মঙ্গলবার এক ধাক্কায় আড়াই ডিগ্রি পারদ নামতেই শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে| বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম-সহ পশ্চিমাঞ্চলের জেলার তাপমাত্রাও নিম্নমুখী| এদিন ভোরে রাজ্যের বেশিরভাগ জায়গার তাপমাত্রা শীতের অনুভূতি জাগানোর জন্য যথেষ্ট ছিল| আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৪৮ ঘন্টা কলকাতা-সহ গোটা রাজ্যেই শীতের আমেজ বজায় থাকবে| তবে, ভোরের দিকে কুয়াশা থাকবে|
2019-12-03