ক্লাবকে দান খয়রাতির মত মনোরঞ্জনের পথে হাঁটলে পরিকাঠামো রক্ষণাবেক্ষণ মার খাবে। সোমবার টুইটে এই অভিযোগ করেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “এ কারণে মার খেয়েছে ডিভিসি-র বাঁধের গেট এবং সুদৃশ্য করোনেশন ব্রিজ তদারকি রক্ষণাবেক্ষণ। আমি আগে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াতাম। অধ্যাপক এস সরস্বতীর অধীনে তারা পরিকাঠামো মেরামতি ও রক্ষণাবেক্ষণে অনেক উন্নতি করেছে। করোনেশন ব্রিজের অবস্থান ও নির্মাণ যে রকম, যে কোনও সিভিল ইঞ্জিনিয়ারের পক্ষে তা মেরামতি সম্ভব নয়। আমি রাজ্য সরকারের পূর্ত দফতর এ ব্যাপারে যাদবপুরের বিশেষজ্ঞদের সাহায্য নিক।”
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি কাজ শুরু হয়েছে সেবকের করোনেশন সেতু মেরামতির। প্রায় ৮৩ বছরের বেশি পুরনো কালিম্পং জেলার ঐতিহ্যবাহী সেতুটির পিলারের মাটি সরে গিয়েছিল বহুদিন আগে। সেতুর পিলারের মাটি সরে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছিল। ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগের মূল মাধ্যম ছিল এই সেবক করোনেশন ব্রিজ। ৫০ লাখেরও বেশি টাকা ব্যয় করে এই সংস্কারের কাজ হচ্ছে। হিন্দুস্থান সমাচার/