তৃণমূল পঞ্চায়েত প্রধান এক ভ্যান চালকের কাছ থেকে তোলা আদায় করেছেন, এমনটাই অভিযোগ উঠল রায়গঞ্জে। এই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এই ইস্যুকে কেন্দ্র করে স্থানীয় থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যদি, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগটি উঠেছে রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপঙ্কর কর্মকারের বিরুদ্ধে। এই মামলার সূত্রপাত রায়গঞ্জেরই এক প্লাই মিলকে কেন্দ্র করে। এই মিলেই কিছু ভ্যানগাড়ি রায়গঞ্জের বিভিন্ন এলাকা থেকে কাঠ ও প্লাই বোঝাই করে নিয়ে আসতো। এই যাতায়াতের পথেই তৃণমূল পঞ্চায়েত প্রধান ২০০ টাকা করে তোলা আদায় করে বলে অভিযোগ।
এই প্রসঙ্গে মন্তব্য করেছেন প্লাই কারখানার এক মালিক সোলেমান আলি। তিনি জানান, “বেআইনিভাবে ভুটভুটি ভ্যান চালকদের কাছ থেকে ২০০ টাকা করে তোলা নিয়ে চলেছে পঞ্চায়েত প্রধান দীপঙ্কর কর্মকার এবং তার অনুগামীরা”।