বাম ও তৃণমূল ছাত্রদের লেলিয়ে দিতেই রাজ্য সভার সাংসদ স্বপন দাশগুপ্তকে হেনস্তা করা হয়েছে। বুধবার দলের রাজ্য সদর দফতরে বসে এই অভিযোগ করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জি। তিনি বলেন, এদিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্বপন দাশগুপ্ত সিএএ নিয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন। সেই সময় কিছু ছাত্র তাকে দেখে গোব্যাক স্লোগান তোলেন। তিনি বলেন, শান্তির জায়গাতে বাম, তৃণমূলের ছাত্ররা অশান্তি তৈরি করেছে। গণতান্ত্রিক ভাবে বক্তব্য রাখার অধিকার সবার থাকা উচিত। কিন্তু তা মানছে না এ রাজ্যের শাসক দল।
প্রতাপ ব্যানার্জির আরও অভিযোগ, স্বপদ দাশগুপ্তকে বিশ্ববিদ্যালয়ের ভিতর আটকে রাখার পরিকল্পনা ছিল বাম, তৃণমূল ছাত্রদের। যা কখনই মানা যায় না বলে জানান প্রতাপ ব্যানার্জি। বিশ্বভারতীর এই ঘটনাকে তীব্র ধিক্কার জানায় রাজ্য বিজেপি। এদিনের ঘটনাই প্রমাণ করে এরাজ্যে মত প্রকাশের অধিকার নেই। একজন সাংসদকেও মত প্রকাশ করতে গিয়ে গোব্যাক স্লোগান শুনতে হয়। রাজ্য বিজেপি দলের সাংসদ স্বপন দাশগুপ্তের এমন হেনস্তার জন্য তীব্র নিন্দা করছেন বলে জানান বিজেপি নেতা প্রতাপ ব্যানার্জি।