শুভেন্দুর গেরুয়া-যোগ যে বিধানসভা ভোটের আগে বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শুভেন্দু-গড়েই আজ বিজেপির সভা। গতকাল কাঁথিতে সভা সেরে শুভেন্দুকে ‘মীরজাফর’ বলে তোপ দেগেছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। সেই কাঁথিতেই আজ ‘জবাবি’ সভা শুভেন্দুর। কাঁথিতে মিছিলও করবে বিজেপি।
বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। যত কান্ড যেন পূর্ব মেদিনীপুরেই। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে যেন অনেক হিসেবই ওলোট-পালোট হয়ে যাওয়ার আশঙ্কা শাসকের। বুধবার কাঁথিতে তৃণমূলের জনসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন সৌগত রায় থেকে শুরু করে শাসকদলের অন্য নেতারা।
সৌগত রায় শুভেন্দুকে ‘মীরজাফর’ বলেও কটাক্ষ করেছিলেন। আজ পালা শুভেন্দুর। সেই কাঁথিতেই বিজেপির সভার প্রধান বক্তা একদা তৃণমূলের এই ডাকসাইটে নেতা। সকাল থেকেই কাঁথি জুড়ে সাজো-সাজো রব। গোটা কাঁথি শহর ঢেকেছে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো পোস্টারে।
বৃহস্পতিবার কাঁথিতে মিছিল করবে বিজেপি। মেচেদা বাইপাস থেকে শুরু হওয়া মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী। ৫ কিলোমিটার পথ ঘুরে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে মিছিল শেষ হবে। বিকেলে বাসস্ট্যান্ডের কাছের মাঠে হবে সভা।
বিজেপিতে যোগ দিয়েই পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন শুভেন্দু অধিকারী। একের পর এক সভায় তীব্র বিষোদগার করছেন তাঁর পুরনো দল তৃণমূলকে। নিয়ম করে প্রতিটি সভায় নাম না করে কাঠগড়ায় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
বিধানসভা ভোটের ঠিক আগে শুভেন্দুর মতো এমন ডাকাবুকো নেতাকে সঙ্গে পেয়ে চনমনে গেরুয়া শিবির। শুভেন্দুকে দিয়ে এবার জেলায়-জেলায় সভা করানোর ভাবনা বিজেপি রাজ্য নেতৃত্বের।
গত শনিবার মেদিনীপুরের কলেজ মাঠের সভায় বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গেই দল ছাড়েন একঝাঁক তৃণমূল বিধায়ক।
হাফ-ডজন তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়াও গত শনিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন বাম ও কংগ্রেসের আরও তিন বিধায়ক।