কিঞ্চিৎ পিছল শুভেন্দু অধিকারীর বিজেপি-তে যোগদান। ৩০ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাডডার হাত ধরে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গেরুয়া শিবিরে যোগ দেবেন তিনি। তাই দু’দিনের সফরে ফের কলকাতায় আসছেন জেপি নাডডা(JP Nadda)। বিজেপি (BJP) সূত্রে এমনটাই জানা গিয়েছে। ৮ ও ৯ ডিসেম্বর কলকাতায় থাকবেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি। সেই সময় শহীদ মিনারে এক জনসভার আয়োজন করা হবে রাজ্য বিজেপির পক্ষে। সেই সভাতেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ আরও বেশকিছু শাসকদলের বিধায়ক গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলেই খবর। ভাঙন ধরতে পারে কংগ্রেস ও বামফ্রন্ট শিবিরেও। আগে ঠিক ছিল, নভেম্বর মাসের শেষ সপ্তাহে কলকাতায় আসবেন অমিত শাহ (Amit Shah)। সেই সফরে কলকাতায় এক জনসভা করে শুভেন্দু অধিকারীকে দলে নেবেন তিনি। কিন্তু, সম্প্রতি সেই কর্মসূচিতে বদল এসেছে। বদলে বিজেপির সভাপতি কলকাতায় আসছেন দুদিনের সফরে।
যদিও, নাডডার পশ্চিমবঙ্গ সফর পূর্ব নির্ধারিতই ছিল। কিন্তু কলকাতার বদলে উত্তরবঙ্গে গিয়ে একটি বড় কর্মসূচিতে অংশগ্রহণের কথা ছিল তাঁর। কিন্তু, আচমকাই কর্মসূচি বদল হয় তাঁর। নাডডার কলকাতায় আসার কারণেই উত্তরকন্যা অভিযান ৭ ডিসেম্বর হবে। বিধানসভা নির্বাচন আর বেশিদিন বাকি নেই। আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচনের দামামা বেজে যাবে। তাই শুভেন্দু অধিকারী সহ তৃণমূল বিধায়কদের দলবদল ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর ধাক্কা দিতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই শুভেন্দু সহ নেতাদের কলকাতায় বিজেপি-তে (BJP) যোগদানের কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও, রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধরে রাখতে দফায় দফায় বৈঠক করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তাতে বিশেষ ফল না হলেও, শুভেন্দু অধিকারীর মতো প্রভাবশালী নেতাকে সহজে হাতছাড়া করতে নারাজ তৃণমূল (TMC)। কিন্তু, এক্ষেত্রে তৃণমূল শীর্ষ নেতৃত্বের আন্তরিকতায় ঘাটতি রয়েছে বলেই অভিযোগ। তাই ৮-৯ ডিসেম্বর নাডডার কলকাতা সফরেই যে নন্দীগ্রাম বিধায়কের রাজনৈতিক জীবন অন্য মোড় নিতে চলেছে, তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলের কাছে।