পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই সঙ্গে রাজনৈতিক প্রচারে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছিল। এবার দুটি মামলাই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ধর্মের ভিত্তিতে বড়জোর নির্বাচনী পিটিশন হিসেবে হাইকোর্টের দ্বারস্থ হওযা যায়। তাই মামলাকারী মনোহরলাল শর্মাকে বিকল্প হিসেবে কলকাতা হাইকোর্টে আবেদনের কথা বলেন। কিন্তু মামলাকারী এই বিকল্পে ইচ্ছুক ছিলেন না, তাই শেষপর্যন্ত মামলাটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, মামলাটি সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছিল গত ১ মার্চ। আবেদনে মামলাকারী দাবি করেন, ‘পশ্চিমবঙ্গে যখন কোনও সন্ত্রাসবাদী হামলার মুখে নেই বা বিতর্কিত যুদ্ধক্ষেত্রের আওতায় পড়ছে না, তখন আট দফায় ভোটগ্রহণ স্পষ্টতই ভারতীয় সংবিধানের ১৪ নম্বর ধারার লঙ্ঘনের বিষয়’। কিন্তু শেষপর্যন্ত মামলাটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
2021-03-09