এবার মাধ্যমিকে ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুপর্ণা সাউ। সে বাংলায় ৯৩, ইংরেজিতে ৯৪, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ১০০, ভূগোলে ৯৮ নম্বর পেয়েছে।
সুপর্ণার এই ফলাফলে উচ্ছ্বসিত তার মা বাবা সহ গোটা পরিবার। মেদিনীপুরের রাঙামাটি এলাকায় বাড়ি তাদের। তবে সুপর্ণা সাউ জানায়, প্রথম থেকেই পড়াশোনার প্রতি মনোযোগ দিত সে, ছোট ছোট টার্গেট করে এগোতে চাইত। ইতিহাসে বিশেষ গুরুত্ব দিয়েছিল। টেস্টের পর থেকে আরও বেশি মনোযোগ দেওয়া শুরু করেছিল মাধ্যমিক পরীক্ষার জন্য। তবে এই সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান রয়েছে বাবা, মায়ের বলে জানায় সুপর্ণা। এর পাশাপাশি গৃহ শিক্ষিকা, স্কুল শিক্ষক শিক্ষিকা, বন্ধুবান্ধব, পরিবার আত্মীয় পরিজনকে অনেকটাই সাফল্যের অঙ্গ বলে মনে করছে সে।
বিজ্ঞান নিয়ে পড়তে চায় সুপর্ণা সাহু। ইচ্ছা ডাক্তার হওয়ার। তবে সুপর্ণা
সাউয়ের এই ফলাফলের পর খুশিতে কেঁদে ফেললেন বাবা সুজিত সাউ। তিনি মেডিক্যাল
সেলসের কাজ করেন। মা নিভা সাউ গৃহবধূ। ছোট বোন সুপর্ণা পঞ্চম শ্রেণিতে পড়ে।
সুজিত বাবু জানান, এই ফলাফলের সবটাই মেয়ের কৃতিত্ব। ওকে কখনও কোনও বিষয়ে
আমরা আটকাই নি। ভবিষ্যতে ও যা চায় আমরা আটকাবো না। তবে সুজিত বাবু জানান,
আমি জানতাম আমার মেয়ে এক থেকে দশের মধ্যে জায়গা করবে। সাফল্যের ফলে আপ্লুত
সুপর্ণার বিদ্যালয় থেকে শুরু করে সুপর্ণা সাহুর পরিবার পরিজন, এলাকাবাসী
সকলেই।
শুধু তাই নয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গল্পের বই পড়া, ক্রিকেট, ফুটবল খেলা দেখা সবই করত সুপর্ণা। এবার আইপিএলে সেরা টিম হিসেবে ধোনির টিম তার কাছে বেশি পছন্দের।