ভাটপাড়ার সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করলেন বাম ও কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সেখানে দুর্গত পরিবারবর্গের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি করলেন তাঁরা। শনিবার ভাটপাড়া যান বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, কামারহাটি বিধায়ক মানুষ মুখোপাধ্যায় প্রমূখ। মান্নান-সুজনরা মৃত ধরমবীর সাউ ও পরে রামবাবু সাউয়ের বাড়িতে যান। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। কথা বলেন এলাকার মানুষের সঙ্গেও।
দল ও সম্প্রদায় নির্বিশেষে সবাইকে এলাকায় শান্তি রাখার জন্য সচেষ্ট হতে অনুরোধ করেন। পাশাপাশি এলাকাবাসীর তোলা সিবিআই তদন্তের দাবিকেও সমর্থন জানায় ওই প্রতিনিধি দল। ভাটপাড়া এলাকায় নতুন করে যাতে কোনও উত্তেজনা না ছড়ায় তাই বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। রয়েছে র্যাফও। এদিনই সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল ভাটপাড়া যাবেন।