রাজ্যে রোজ নতুন করে তৈরি হচ্ছে দৈনিক সংক্রমনের রেকর্ড। এদিকে গত ২৪ ঘন্টায় ফের একবার কমেছে সুস্থতার হার। বিগত কয়েকদিনে খুব ধীর গতিতে ই সুস্থতার হার বেড়ে হয়েছিল, ৮৭.৯৭ শতাংশ। কিন্তু একদিনেই সেই হার নেমে দাঁড়িয়েছে ৮৭.৯০ শতাংশে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৫৭৩জন। এদিন মৃত্যু হয়েছে ৬২ জনের। এদিকে মোট পরীক্ষিত নমুনার ৭.৯৭ শতাংশ মানুষের এদিন সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্তত খবর এমনটাই।২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৬৯জন। তাই রাজ্যে সক্রিয় চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ২৯হাজার ২৯৬জন। এই পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২লাখ ৮৭হাজার ৬০৩জন। রাজ্যে মোট করোনা মুক্ত হয়েছেন ২লাখ ৫২হাজার ৮০৬জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫৫০১জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে ৭৭২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তাই শহরে মোট কেস বেড়ে দাঁড়িয়েছে ৬২হাজার ৯০৩টি। গত ২৪ ঘণ্টায় ৬৪৬জন সুস্থ হয়ে উঠছেন । তাই এখন সুস্থ হওয়ার সংখ্যা মোট ৫৪হাজার ৬৯১জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে শহরে ১৩জন। তাই এখনও পর্যন্ত কলকাতায় মোট ১৮৪১জন মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। বর্তমানে কলকাতায় করোনা আক্রান্ত সক্রিয় চিকিৎসাধীন রয়েছেন ৬৩৭১জন। এদিকে রাজ্যে সংক্রমনের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা। ওই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৭৫১জন। সুস্থ হয়ে উঠছেন ৬৭৩জন।
এদিনের বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪২ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬লাখ ৮হাজার ১৩৪টি। এখন রাজ্যে ৮৮টি ল্যাবরেটরীতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
2020-10-10