লাগামহীন সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে ফের লাগু হয়েছে লকডাউন (lockdown)। ফলে কনটেন্টমেন জোন গুলিতে কার্যত গৃহবন্দি আমজনতা। এই অবস্থায় শহরের গোপালগঞ্জ কন্টেনমেন্ট জোন এলাকায় জরুরি ভিত্তিতে মানুষের পাশে দাঁড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা।
শনিবার পুরসভার সদ্য প্রাক্তন পুরপ্রধান ও বর্তমানে প্রশাসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে ঐ এলাকার ৯৫ টি পরিবারের হাতে আগামী সাত দিনের জন্য পর্যাপ্ত খাবার ও নগদ টাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঐ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উদয় ভক্তও।
প্রসঙ্গত, বিষ্ণুপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জ যৌন পল্লীর এক বাসিন্দা করোনা সংক্রমণের শিকার হন। গত বুধবার থেকে তিনি ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। এরপরেই প্রশাসনের পক্ষ থেকে ঐ এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে আপাতত আগামী সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়। এই অবস্থায় গোপালগঞ্জের ৯৫ টি পরিবারের ৪৪৩ জন সদস্যের পাশে খাদ্য ও অর্থ সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছে পুরসভা।