সাতসকালে শোরগোল পড়ে গেল বর্ধমানের মাধবডিহি থানার নরত্তোমবাটিতে। অভিযোগ, এই গ্রামে চুরি হয়ে গেছে শিবলিঙ্গ। এই গ্রামের বাসিন্দাদের কাছে ভগবান শিব শান্তিনাথ নামে পরিচিত। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, চলতি সপ্তাহে শুক্রবার সকাল থেকেই তাঁরা শান্তিনাথকে খুঁজে পাচ্ছেন না। মাধবডিহি থানায় এই প্রসঙ্গে খবর দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে।
সেবাইত শান্তিনাথ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “উপরের অংশ নিয়ে গেছে দুস্কৃতীরা। কিন্তু বাবাকে অর্থাৎ শান্তিনাথকে নিয়ে যেতে পারেনি। কারণ বাবা মহাদেব এখানে স্বপ্নাদেশ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সুতরাং তাঁর আসল রূপ এখনও অক্ষত রয়েছে”।
অপরদিকে, শিবলিঙ্গ চুরি প্রসঙ্গে গ্রামবাসীদের ভিন্ন জনের ভিন্ন ভিন্ন মত রয়েছে। গ্রামের এক বাসিন্দা সুশান্ত ঘোষের দাবি, “রাতের অন্ধকারে শিবলিঙ্গটি কেউ চুরি করে নিয়ে গিয়েছে”। যেখানে আরেক বাসিন্দা জয়রাম চক্রবর্তীর বলেন, “একটু অন্যরকম। তিনি বলেন, শিবলিঙ্গটি প্রায় হাজার বছরের পুরনো। কোষ্ঠি পাথরের তৈরি। তাই বহুমূল্য ওই শিবলিঙ্গটি কোনও তান্ত্রিক নিয়ে যেতে পারে”।