হাওড়া ব্রিজের উপর আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি চলন্ত মিনিবাস। বাসটি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ব্যস্ত এই সেতুতে।
ব্রিজের মাঝখানে আঠেরো নম্বর পিলারের কাছে হঠাৎই বাসটির ইঞ্জিনের কাছ থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তে আগুন ধরে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়মুড় করে নামতে গিয়ে বেশ কয়েকজনের চোট লাগে। তবে কেউ আগুন পুড়ে যাননি কেউ।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছয় নর্থ পোর্ট থানার পুলিশ। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, হাওড়া স্টেশন থেকে হরিনাভি রুটের ওই মিনি বাসটি কলকাতার দিকে যাচ্ছিল যাত্রী নিয়ে। তখনই হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে বাসটি।
আগুন লেগে প্রচন্ড শব্দে ফাটতে শুরু করে বাসের টায়ার। চাঞ্চল্য ছড়ায় ব্রিজে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে জানা গেছে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে। ঘটনার জেরে ব্রীজে যানজটের সৃষ্টি হয়।পুলিশ ব্রেকডাউন ভ্যান নিয়ে এসে ভস্মীভূত বাসটি সরিয়ে নিয়ে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাসের যাত্রীরা জানান, বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে এটা নজরে আসার পরেই আগুন জ্বলে ওঠে। প্রাণ বাঁচাতে সবাই তাড়াহুড়ো করে বাস থেকে নামতে যান, তখন পড়ে গিয়ে কয়েকজনের চোট লাগে। তবে তা গুরুতর নয়।