প্রথম দফায় ভারতে ইতিমধ্যেই এসেছে রুশ প্রতিষেধক স্পুটনিক ভি। এবার শুক্রবার (১৪ মে) দ্বিতীয় দফায় ভারতে আসতে চলেছে স্পুটনিক ভি। ভারতে বর্তমানে করোনা-টিকার যে অভাব দেখা দিয়েছে, এই পরিস্থিতিতে স্পুটনিক ভি-র আগমণ কিছুটা হলেও স্বস্তি দেবে। বিশ্ববাজারে এই প্রতিষেধকই প্রথম করোনাভাইরাস প্রতিষেধক হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। এটি তৈরি হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোয়।
ভারতীয় বাজারে স্পুটনিক ভি তৃতীয় কোভিড প্রতিষেধক। অতিমারির সঙ্কটে টিকার ঘাটতি সামলাতেই ড্রাগস কনট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া এই প্রতিষেধক ব্যবহারে সম্মতি দেয়। ২-৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা যায় এই প্রতিষেধক। তাই দেশের দুর্গম জায়গায় পৌঁছনো সুবিধে। ০.১ শতাংশ পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভবনা রয়েছে এই প্রতিষেধক থেকে।
2021-05-13