স্পুটনিক ভি-এর ক্লিনিক্যাল ট্রায়াল কলকাতায় শুরু জুনের মাঝামাঝি

কলকাতার পিয়ারলেস হাসপাতালে (Prreless Hospital) শুরু হচ্ছে রাশিয়ান করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V) -এর ক্লিনিক্যাল ট্রায়াল (Clinical Trial)। জুন মাসের মাঝামাঝি এই ট্রায়াল শুরু হবে। পিয়ারলেস হাসপাতালে স্পুটনিক ভি -এর ক্লিনিকাল ট্রায়াল পরিচালনার দায়িত্বে রয়েছেন এই হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক।

আজ ২০ মে, ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল ট্রায়াল ডে। আজই প্রাধান্মপন্থী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেন। এই বৈঠকে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীয়দের কথা বলতে দেওয়া হয়নি। আর এই দিনই আমরা kolkata 24×7 এর পক্ষই থেকে কথা বলেছিলাম চিকিৎসক ও পিয়ারলেস হাসপাতালের ক্লিনিক্যাল ডিরেক্টর শুভ্রজ্যোতি ভৌমিকের সঙ্গে। তিনি জানান, “জুন মাসের মাঝামাঝি আমাদের এখানে রাশিয়ান করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-এর কনিক্যাল ট্রায়াল হবে। আমরা ৫০ থেকে ৬০ জনের ওপর এই ট্রায়াল চালাব। ১৮ থেকে ৬৫ বছর বয়সের মানুষের ওপর এই টিকার ট্রায়াল হবে। আমরা রাশিয়ায় তৈরী স্পুটনিক ভি ও ভারতে তৈরী স্পুটনিক ভি-এর পাশাপাশি ট্রায়াল করা হবে । দেখা হবে কোনটার কী ফল। তবে এই ভ্যাকসিনটিও দু’টো ডোজের। প্রথম ডোজ নেওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।”

তবে এই স্পুটনিক ভি টিকাও সিঙ্গেল ডোজ নয়। এখন দেশে যে দুটো করোনা টিকা দেওয়া হচ্ছে তার মতোই এই টিকাও দু’টো ডোজ নিতে হবে। এই টিকা প্রয়োগ করা যাবে না শিশুর শরীরে। প্রধানত ১৮ থ্রেকে ৬৫ বছর বয়সীদের মধ্যেই স্পুটনিক ভি টিকা দেওয়া যাবে। তাই শিশুদের জন্য করোনা ভ্যাকসিননা নিয়ে চিন্তা থেকেই গেল।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে টিকা মিলছে না বলে অভিযোগ রোজ পাওয়া যাচ্ছে । ইতিমধ্যে দেশে শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণও। কিন্তু টিকার প্রয়োগ শুরু হলেও, চাহিদার সঙ্গে পাল্লা দেওয়া যাচ্ছে না। এর কারণ টিকা উৎপাদনে ঘাটতি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মানুষ টিকা পাচ্ছেন না । টিকা না পাওয়ায় বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে । এই আবহেই এবার শুরু হতে চলেছে রাশিয়ান করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি-এর ক্লিনিক্যাল ট্রায়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.