ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে নারীশক্তির জয়গান। রবিবার দুপুরে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি নারীশক্তির বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের কথা তুলে ধরেছেন।
প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজ দশ হাজার রান পূর্ণ করেছেন। সেই কথা উল্লেখ করে তাঁকে সাধুবাদ জানিয়েছেন মোদী। এমনকি দীর্ঘ ২২ বছরের ক্রিকেট জীবনে মিতালি সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটেও সাত হাজার রানের নজির গড়েছেন। এই নিয়ে অনুষ্ঠানে দেদার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
মোদী তারপরেই জানিয়েছেন পি ভি সিন্ধুর কথা, যিনি সম্প্রতি অল ইংল্যান্ড ব্যাডমিন্টন আসরে খেতাব হারালেও সুইস ওপেনে রুপো পেয়েছেন। এই কারণে তাঁর প্রশংসা শোনা গিয়েছে মোদীর মুখে।
তিনি বলেছেন, “মার্চ মাসে আমরাও সাফল্যের সঙ্গেই নারীদিবস পালন করছি। অনেক মহিলা খেলোয়াড় পদক জিতছেন। নতুন নতুন রেকর্ড গড়ে দেশের মুখ উজ্জ্বল করছেন, এতে আমাদের আরও গর্ব হচ্ছে।’’
দিল্লিতে চলতি শুটিং বিশ্বকাপের বিষয়েও খোঁজখবর রাখছেন মোদী, তাঁর ভাষণে শুটারদের সাফল্যের কথাও উঠে এসেছে। মোদী বলেছেন, “শুটাররা খুব ভাল খেলছেন। ভারতের ঝুলিতেই সবচেয়ে বেশি পদক এসেছে।” এই আসরেও ভারতের মহিলা শুটারদের জয়জয়কার, সেটিও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।