কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রসে আর ফিরবেন না। বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। শোভনের বিজেপি যোগ নিয়ে ফের একবার জল্পনা বাড়ালেন মুকুল রায়। শনিবার উলুবেড়িয়া বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে মুকুল রায় বলেন, ” দলের সঙ্গে কথা হয়েছে শোভনের। কথা হয়েছে দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে। তবে তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টি পুরোপুরি ব্যক্তিগত।”
শোভন মুকুল পরস্পরের সঙ্গে তৃণমূল রাজনীতিতে ১৯ বছর কাটিয়েছেন। ২০১৭ সালের ২ নভেম্বর থেকে মুকুল বিজেপিতে। এবার শোভনও মুকুলের পথ ধরেই গেরুয়া শিবিরের নাম লেখাতে চলেছেন।
সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে শোভনকে ফের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে অনুরোধ জানান তিনি। সূত্রের খবর বৈঠকে শোভন চট্টোপাধ্যায়কে ফের কলকাতার মেয়র পদে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেন পার্থ। সঙ্গে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও তৃণমূলের অধ্যাপক সংগঠনে ভালো জায়গা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। জানা গিয়েছে বৈঠকেই পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূলের না ফেরার বার্তা স্পষ্ট করে দিয়েছেন শোভন।
অন্যদিকে, শোভন-পার্থ বৈঠকের কথা ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। কিন্তু এদিন মুকুল রায় কলকাতার প্রাক্তন মেয়রের বিজেপিতে যোগদানের ইঙ্গিত দেওয়ার পর নানা মহলে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন, বিজেপিতে যোগদানের আগে জল মেপে নিলেন শোভন।
সূত্রের খবর, কলকাতায় শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীর সঙ্গেও বৈঠক হয়েছে। সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই এমন মন্তব্য করেছেন প্রাক্তন রেলমন্ত্রী। সঙ্গে বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায় যে আর কোনও দিনই তৃণমূলে ফিরে যাবে না। তাও মুকুল রায়ের কথায় এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।