এবার পশ্চিমবঙ্গের জন্য,পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সব ধরনের যুগান্তরকারী সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি ইতিমধ্যে এই প্রথম কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা সেন্টার বানানোর জন্য উদ্যোগ নিয়েছে, যার ইতিমধ্যে কাজ প্রায় শেষ। সেখানে নাকি কয়েকশ বেড রাখা হবে,। এদিকে আরও অনেক জায়গায় করোনা সেন্টার বানানোর উদ্যোগ নিয়েছেন তিনি। তো সম্প্রতি এবার সামনে এসেছে একটি কথা।
এবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনকেও বানানো হতে পারে করোনা সেন্টার। এবার ক্রিকেট এ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকেই এমন কথা জানা গেছে। কারণ এবার প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলী মুখ্যমন্ত্রীর সাহায্য করার জন্য, রাজ্যের মানুষদের সাহায্য করার জন্য এই সিদ্ধান্ত নিলেন তিনি।
তিনি এখনও সরকারের সাথে মুখোমুখি কথা বলেন নি, কিন্তু তিনি সংবাদ মাধ্যম সূত্রে জানিয়েছেন, আমরা ক্রিকেটের গর্ব ইডেন গার্ডেনকেও দিতে প্রস্তুত।
সরকার যদি আমাদের বলে, তাহলে নিশ্চিতভাবে মানুষের স্বাআথে এই ইডেন গার্ডেন তুলে দেওয়া হবে সরকারের হাতে। এই সব যেকোনো ধরনের পরিষেবার জন্য আমরা প্রস্তুত। এদিকে আবার বিসিসি আই এর সভাপতিকে প্রশ্ন করা হয়েছিল, শ্রীলঙ্কা বোর্ডের মতো কি তারাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত, এই নিয়ে সৌরভ গাঙ্গুলী জানায়, আমি এই নিয়ে নিশ্চয়ই কথা বলব আমাদের সচীব জয় শাহের সাথে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্তের ওপরে তিনি যে খুশি সেটা তিনি তার কথার মাধ্যমে ব্যাক্ত করেছেন। তিনি বলেন, এই মূহুর্তে এমন পদক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই। আগামী ৩১ মার্চ পর্যন্ত সারা রাজ্যে করা হয়েছে লক ডাউন। কিন্তু গতকাল রাতে তার পরেই প্রধানমন্ত্রী জানিয়ে দেয় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে লক ডাউন, যা অনেকটা জনতা কার্ফুর মতোই, বা তার থেকে এক ধাপ এগিয়ে কিছু একটা।