রবি সন্ধ্যায় রাজ্যপাল সাক্ষাতের পর সোমবার দিল্লিতে অমিত সভায় মহারাজ

রবিবার সন্ধ্যায় আচমকাই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে রাজভবনে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ও রাজভবন দুই তরফই এটাকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে ব্যাখ্যা দিলেও রাজ্য রাজনীতিতে জল্পনা থামার লক্ষণ নেই। এরমধ্যেই সোমবার দিল্লি উড়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিনই দিল্লিতে এক মঞ্চে থাকতে পারেন সৌরভ ও অমিত শাহ। উপলক্ষ দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) প্রাক্তন চেয়ারম্যান অরুণ জেটলির মূর্তি স্থাপন।

 সোমবার দুপুর ২টোয় ওই অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি সৌরভ ছাড়াও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী, কিরেন রিজিজু এবং অনুরাগ ঠাকুরের। ওই অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতের মধ্যে আরও এক তাৎপর্যপূর্ণ নাম হল গৌতম গম্ভীর, যিনি পূর্ব দিল্লির বিজেপি সাংসদ। উল্লেখ্য, গৌতম গম্ভীর বরাবরই সৌরভ ভক্ত এবং প্রকাশ্যেই সৌরভের পাশে দাঁড়িয়েছেন বহুবার। 

রাজনৈতিক মহলের কৌতূহল এদিনের অনুষ্ঠান ঘিরে। কারণ দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে সৌরভের বিজেপিতে যোগদান করার সম্ভাবনা নিয়ে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে বিজেপি সৌরভকেই তুলে ধরতে চায় বলেও রাজনৈতিক রটনা রয়েছে। যদিও এই বিষয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু বলেনি। সম্প্রতি অমিত শাহর কলকাতা সফরেও তাঁকে সৌরভ নিয়ে প্রশ্ন করা হয়। তিনিও হেঁয়ালি করে উত্তর এড়িয়ে যান। অমিত শাহ বলেছিলেন, ‘আরও অনেক নাম রয়েছে। তালিকা অনেক লম্বা’। এরমধ্যেই আচমকা সৌরভের রাজভবনে যাওয়া, রাজ্যপালের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ এবং দিল্লি গমন সেই জল্পনা আরও উস্কে দিচ্ছে। এখন সকলেই তাকিয়ে রয়েছেন সৌরভ-শাহ সাক্ষাতের দিকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.