ভোট না দিতে পারায় দুঃখ নেই। এলাকার মানুষ যেভাবে সমর্থন করেছে, সাহায্য করেছে তার জন্য গর্বিত। তৃণমূল নিজেও জানে না, তাদের কত ভোটার আছে। লুটের ভোটটুকু পাবে তৃণমূল। প্রায় দেড় লক্ষ ভোটে জিতব। নিজেকে অন্তরালে রেখে দিনের শেষে বাজিমাত করে এমনই ভাষায় তৃণমূলকে বিঁধলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পাশাপাশি রাজ্যটাকে জঙ্গিরাষ্ট্র করেছে কোনও জঙ্গি গোষ্ঠী বলে এদিন বাবুল সুপ্রিয়র ওপর হামলা প্রসঙ্গে তোপ দাগেন।
উল্লেখ্য, বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ। ষষ্ঠ দফার নির্বাচনে ওই আসনটি তৃণমূল বিজেপি দুই দলের পাখির চোখ ছিল। আদালতের নির্দেশে জেলায় ঢোকা নিষেধ ছিল। আর তাই নিজের ভোটও দিতে পারেন নি। তা নিয়ে সৌমিত্র খাঁ’র মা বাবার ক্ষোভও রয়েছে।
সৌমিত্রবাবুর বাবা ধনঞ্জয় খাঁ বলেন,” অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর ষড়যন্ত্রে ছেলে ভোট দিতে পারল না। এটা অগণতান্ত্রিক। রাজ্যে দাগি জেলাখাটা আসামীরা ভোট দিতে পারলেও ছেলে কেন দিতে পারল না? ছেলেকে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে বলেছি।”
অন্যদিকে দিনের শেষে দুর্গাপুরে সৌমিত্র খাঁ সাংবাদিক সম্মেলনে বলেন,” গোড়া থেকে চেয়েছিলাম। শান্তিপূর্ণ ভোট হোক। এলাকার মানুষ যেভাবে সাহায্য করেছে তাতে গর্বিত। তৃণমূল লুটের ভোটটুকু পাবে। তারা নিজেরাই জানে না কত ভোট তাদের আছে। ২০-২৫ শতাংশ ভোট পাবে। প্রায়,দেড় লক্ষ ভোটে জিতব আমরা।”
এদিন বাবুল সুপ্রিয়র ওপর হামলা প্রসঙ্গে ও ভোটদানে বাধা প্রসঙ্গে তিনি বলেন,” কোনও জঙ্গিগোষ্ঠী কোনও একটা রাজনৈতিক দলকে হাতিয়ার করে রাজ্যটাকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চাইছে। তার প্রক্রিয়াও শুরু করেছে।