গত ক’দিনে তুলনায় সামান্য শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শুক্রবার তৃতীয় দফার ডায়ালিসিস হওয়ার কথা থাকলেও এদিন করা হবে না ডায়ালিসিস শুক্রবার এমনটাই খবর বেলভিউ হাসপাতালের বুলেটিন সূত্রে। বেলভিউ হাসপাতাল সূত্রে আরও খবর, ইতিমধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুই দফার ডায়ালিসস করা হয়ে গিয়েছে। তার ফল মিলেছে। তবে, গত ২৪ ঘণ্টায় অভিনেতার ইউরিন আউটপুটের উন্নতি হয়েছে। তাই শুক্রবার আর তৃতীয় দফার ডায়ালিসিস করা হবে না বলেই জানিয়েছেন ডা. কর। আজকের দিনটা দেখে নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার সকালে চোখ খোলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আপাতত শরীরে নতুন করে কোনও জটিলতা কিংবা রক্তক্ষরণও হয়নি। গত ক’দিনে থেকে শুক্রবার কিছুটা সুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায়। উল্লেখ্য,গত ৬ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় । যখন অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তিনি করোনা আক্রান্ত ছিলেন। এমনকি যখন ভর্তি করা হয়েছিল তখন মৃদু জ্বর ছিল তার। হাসপাতালে ভর্তির পর তার জ্বর কমে যায়। অক্সিজেনের মাত্রাও তখন স্বাভাবিক ছিল। যদিও তারপরে শ্বাসকষ্ট জনিত সমস্যা হতে শুরু করায় শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার। তবে, এরপর অনেকটাই সুস্থ হয়ে ওঠেন অভিনেতা। তবে এখনও সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা ।
2020-10-30