পরিযায়ী শ্রমিকদের অন্নসংস্থানের বন্দোবস্ত করতে হবে বলেই কী তাদের ফেরাতে গড়িমসি করছে রাজ্য সরকার ? এমনই প্রশ্ন তুলে দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শুক্রবার এক ভিডিও বার্তা প্রকাশ করে সোমেন বলেছেন, “বলা হয়েছিল রাজ্য সরকার নাকি ব্যাপক উন্নয়ন করেছে। এতই যদি উন্নয়ন করে থাকবে তাহলে রাজ্যের ২০-২৫ লক্ষ মানুষকে কেন কাজ খুঁজতে বাইরের রাজ্যে যেতে হল?” তিনি আরও বলেন, “লকডাউন পরিস্থিতিতে তারা যখন নিজের বাড়ি ফিরতে চাইছেন তাতেও উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার। এ রাজ্যে ফিরিয়ে এনে তাদের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করে দিতে হবে বলে কি রাজ্য সরকার এমনটা করছেন।”
প্রদেশ কংগ্রেস সভাপতি মতে, রাজ্যের উন্নয়নের জন্য যে জোরালো প্রচার করা হয়েছে। তা যদি সত্যি হতো, আজ এই পরিমাণ পরিচয় শ্রমিক বাইরের রাজ্যে আটকে থাকতেন না। এমন কথা বলে বর্ষিয়ান কংগ্রেস নেতা পরিযায়ী শ্রমিকদের অতি দ্রুত পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জোরালো দাবি করেছেন এদের। কার্যত উন্নয়ন ও কর্মসংস্থানের নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার যে পুরোপুরি ব্যর্থ হয়েছে সেই অভিযোগ যেদিন নিজের ভিডিওবার্তা মারফত প্রকাশ্যে এনেছেন সোমেন মিত্র।
ভিডিওবার্তার পাশাপাশি একটি লিখিত প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি বন্ধ করার দাবি জানিয়েছেন সোমেন মিত্র। তিনি বলেছেন, “পরিকল্পনাহীন লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। নিজের বাড়ি ফেরার জন্য পায়ে হেটে দীর্ঘপথ যাওয়ার সময় বহু শ্রমিকের রাস্তায় মৃত্যু হয়েছে। আজ পায়ে হেঁটে রেল লাইন ধরে মধ্যপ্রদেশ যাওয়ার পথে ১৭ জন শ্রমিকের মালগাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর পরেও শ্রমিকদের ফেরানো নিয়ে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে টাল বাহানা চলছে!!”
তিনি বলেছেন, “মাত্র দুটি ট্রেন বাংলায় এসেছে। একটি আজমের থেকে অন্যটি এর্নাকুলাম থেকে। ভিন রাজ্য থেকে বাংলার শ্রমিকদের ফেরানোর জন্য রাজ্য সরকার ট্রেনের জন্য কোন প্রস্তাব পাঠিয়েছে কি ?
ভিন রাজ্য থেকে শ্রমিকদের ফেরাবার জন্য কি পরিকল্পনা করেছে রাজ্য সরকার , সেটা প্রকাশ করুক।” সোমেন মিত্রর কথায়, “অন্য রাজ্যে আটকে থাকা বাংলার মানুষ এবং বাংলায় আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে ট্রেন কবে ছাড়বে সেটা স্পষ্ট করুন কেন্দ্র এবং রাজ্য সরকার। মোদী সরকার বলছে, পশ্চিমবঙ্গ সরকার তাঁদের কাছে কোন তালিকা পাঠায় নি , বাংলার সরকারের বক্তব্য কেন্দ্র ট্রেন দিচ্ছে না। মাঝখানে শুধু গরিব বলে শ্রমিকরা মারা যাচ্ছে।”
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজ্য সরকারকে বার বার চিঠি দিয়েছে। কংগ্রেস প্রয়োজনীয় ব্যক্তিদের রেল ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু কোন জবাব আজ পর্যন্ত আমরা পায়নি বলেই দাবি করেছেন সোমেন মিত্র।