উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। উক্ত থানার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় পৌঁছান ‘দিদির দূত’। সেই সময়েই সাগর বিশ্বাস নামক এক ব্যক্তিকে সপাটে চড় মারেন এক তৃণমূল কর্মী। এই খবর প্রকাশ্যে আসার পরে এই ইস্যুতেই এবার মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, “এটা ভুল করেছে। যে করেছে ভুল করেছে। এখন দিদির দূতরা কোথাও গেলে যে বিক্ষোভ দেখানো হচ্ছে এটা যেন খেলা হয়ে গিয়েছে। এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হচ্ছে। দিদির দূত যাচ্ছে সর্বত্র। যাঁর কথা বলার দরকার তিনি বলবেন। যাঁর দরকার নেই তিনি বলবেন না। একটা মজার পাওয়ার জন্য এই বিক্ষোভ একটা খেলা হয়ে গিয়েছে। পাল্টা তারা কর্মসূচি নিলে আমরা বাধা দিলে সেটা ভাল হবে। এটা গণতন্ত্রের জন্য সুস্থ নয়”।
অপরদিকে রাজ্যে ‘আবাস যোজনা’ ও ‘মিডডে মিল’ ইস্যুতে কেন্দ্রীয় প্রতিনিধিদের হাজির হওয়ার ব্যাপারে তাঁর মন্তব্য, “পাঁচটা দল এসেছে। তাতে কোন অসুবিধা নেই। যাঁরা এসেছেন দেখবেন কোন সমস্যা নেই। স্বেচ্ছাসেবি সংগঠন থেকে এসেছেন। আমাদের এখানে কোথাও দুর্নীতি নেই। সবই ট্রান্সপারের্ট। ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেখানেও দেখতে পারেন”।