তৃণমূল কংগ্রেস ভেঙে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ‘গদ্দার’ উপাধি পেয়েছেন মুকুল রায়। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে দু’দফায় চার বিধায়ক এবং ৬০ জনেরও বেশি কাউন্সিলর এবং নেতাদের বিজেপিতে যোগদান করিয়েছেন মুকুল।
ঘনিষ্ঠ মহলে সাফ জানাচ্ছেন, ৬ দফা যোগদান পর্ব বাকি রয়েছে। মাত্র দুই দফাতেই কেঁপে গিয়েছে তৃণমূল হাই কমান্ড। বিধায়ক, কাউন্সিলর, নেতারা তৈরি। সকলেই সঠিক সময়ের অপেক্ষা করছেন। মুকুল পুত্র শুভ্রাংশু বিজপুরের বিধায়ক। তৃণমূল থেকে নিলম্বিত হওয়ার পর বাবার হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া ছিল সময়ের অপেক্ষা। এছাড়া হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্র রায় এবং বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্জও বিজেপিতে যোগ দিয়েছেন। যোগ দিয়েছেন বীরভূমের লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম।
মুকুলের বক্তব্য, যোগদান তো সবে শুরু হলো। ফ্লাডগেট খুলে যাবে। এখনো ৬ দফায় যোগদান চলবে। ১০ জন বিধায়ক হাতে আছে।
মুকুলের মেগা যোগদান পর্বে বাম, কংগ্রেস এবং শাসক তৃণমূলই মুখ্য আকর্ষণ। তবে তৃণমূলের দুই শীর্ষ স্থানীয় নেতা যাঁরা লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন, তারা মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বিধানসভা নির্বাচনের কথা ভেবে দলে আরও নতুন মুখ চান মুকুল।
তৃণমূল ভেঙে সৌমিত্র খাঁ, অনুপম হাজরা এবং অর্জুন সিং এর মতো নেতাদের দলে এনেছিলেন মুকুল। লোকসভা নির্বাচনের ফিল ঘোষণা হওয়ার পরই বলেছিলেন, তৃণমূলের একদল নেতাই দলে থেকে তাঁর হয়ে কাজ করে। বার বার দাবি করেছেন বিধায়ক ভাঙানোর খেলা তিনি তৃণমূলের থেকেই শিখেছেন।