মঙ্গলবার রাতে কলকাতার সুরেশ সরকার স্ট্রিট থেকে গ্রেফতার হয় পাঁচজন বাংলাদেশী নাগরিক আর একজন ধরা পরে কলকাতা বিমানবন্দর থেকে।
যে পাঁচজন সুরেশ সরকার স্ট্রিট থেকে ধরা পরে তারা ভারতে বেআইনিভাবে প্রবেশ করেছিল। হাবিব শেখ (৪৫), মহঃ হৃদয় শেখ (৩০), আবুল কালাম(২১), রাহুল শেখ (১৯) ও আওয়াল মিদ্যা (১৮) নামের এই পাঁচজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ শাখা। পুলিশ সুত্রে জানা যায়, এদের বাড়ি বাংলাদেশের খুলনা ও যশোর জেলায়। এদেরকে ভারতে ঢুকতে দেওয়া ও সাহায্য করার জন্য এদেশের আবদুল সালাম (৪০), মুজিবর গাজি (৫৩) ও রবীন্দ্র প্রসাদকেও গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে আবদুলের বাড়ি হাওড়া এবং মুজিবর ও রবীন্দ্র প্রসাদের বাড়ি কামারহাটিতে।
অন্য এক বাংলাদেশী নাগরিককে ধরে কলকাতা বিমানবন্দর থেকে। সে জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়ায় যেতে চায়। তাকে আটক করে এনএসসিবিআই এর থানায় রাখা হয়েছে।