এমন বাজেট আগে কখনও হয়নি: সীতারামন

মাঝ ডিসেম্বর পেরিয়ে গিয়েছে। পরবর্তী বাজেট পেশ হওয়ার কথা আগামী বছরের ১ ফেব্রুয়ারি। অর্থাৎ হাতে দেড় মাসও সময় নেই। ফলে আসন্ন বাজেট নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে এবং বিভিন্ন মহল থেকে নানা ধরনের দাবি অথবা প্রস্তাব দিতে শুরু করেছে। এই অবস্থায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আগামী আর্থিক বছরের জন্য এমন বাজেট তৈরি হচ্ছে যা আগে কখনো হয়নি।

শুক্রবার বণিকসভা সি আই আই আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পমহলের সঙ্গে আলোচনায় এমনই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমান। আগামী বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতিকে চাঙ্গা করাই তার এক প্রধান লক্ষ্য। সেখানে কি ধরনের পদক্ষেপ করা উচিত সেই ব্যাপারে পরামর্শ চান। এজন্য শিল্পমহলের কাছ থেকে সুপারিশ পাঠাতে আর্জি জানিয়েছেন।

শিল্পমহলের কাছ থেকে পরামর্শ পেলে তা ব্যবহার করে অর্থমন্ত্রী এমন বাজেট করবেন যা আগে কখনো হয়নি এবং তা হবে ভারতের বৃদ্ধির চালিকাশক্তি এবং অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড় করাবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই করোনা সংকট কালে স্বাস্থ্য ক্ষেত্র এবং স্বাস্থ্য ক্ষেত্রে লগ্নির দিকটা সবথেকে বেশি নজর দেওয়া হবে আগামী বাজেটে। পরিকাঠামো ক্ষেত্রেই শুধু আরও তহবিল ঢালা হবে এমন নয় একেবারে ফ্রন্ট লাইন কর্মী এবং ডাক্তারদের দিকেও নজর দেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে আগামী বাজেটে তাদের কি ধরনের প্রত্যাশা রয়েছে সেই বিষয়টা জানতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির সঙ্গেও ভিডিও বৈঠক করেন তিনি। সে ক্ষেত্রে তারা অল্প রোজগেরে মানুষের জন্য ৭৫০০ টাকা এবং বিনামূল্যে ১০ কেজি চাল দেওয়ার আর্জি জানিয়েছে। তাছাড়া ন্যূনতম বেতন ২১,০০০ টাকা করার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.