পদ্মে শিশির পড়ার পথ প্রশস্ত করল তৃণমূল।
প্রবীন রাজনীতিক শিশির অধিকারি যখন হাসপাতালে অপারেসন থিয়েটারে শুয়ে তখনই খবর এল দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে।
দিশা হাসপাতালে তাঁর চোখের অপারেসন হয়েছে আজ, অর্থাৎ মঙ্গলবার সকালে।
তৃণমূল রাজনীতিতে শিশিরের বিপরীতে থাকা অখিল গিরিকে সেই জায়গায় বসানো হয়েছে। অপসারণের খবর পেয়ে বিন্দুমাত্র বিচলিত নন প্রবীন রাজনীতিক। মুখে কিছু না বললেও ঘনিষ্ঠ মহলের খবর, জানতে পেরে তাচ্ছিল্যের হাসি হেসেছেন প্রবীন অথচ তরুন এই নেতা।
শিশির অধিকারি কে এ হেন সিদ্ধান্ত অধিকারি বাড়ির প্রতি বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে অবশ্য কালীঘাটের প্রতি বার্তা দিয়েছিলেন শুভেন্দু। বলেছিলেন, তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে।
তৃণমূলও সম্ভবত বুঝতে শুরু করেছে একুশের ভোট ‘অন্য টিম’ নিয়েই খেলতে হবে। পুরনোদের প্রস্থান পর্ব কোথায় গিয়ে থামবে তা আন্দাজ করা কঠিন হয়ে পড়েছে নেতৃত্বের পক্ষে। তাই যাঁরা ছেড়ে যেতে চায় তাঁদের প্রতি আর ‘মায়া বাড়াতে’ চায় না ৩০ বি হরিশ চ্যাটার্জি!