শীর্ষাসন ছেড়ে দন্ডবৎ-আসন করুন শীর্ষেন্দু! সোজা হয়ে দাঁড়িয়ে উনি আগে ঝেড়ে কাশুন, কেন বাঙালি হিন্দুকে পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ ছেড়ে আসতে হয়েছিল?
দিলীপবাবুর কাছে কি তিনি উত্তর চাইছেন, বাংলাদেশ ছেড়ে কেন আসতে হয়েছিল তাঁকে? তারমানে কী এবার অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলমানদের কথা তিনি বলছেন? ওলোট-পাধ্যায় শীর্ষেন্দু? সায়ন্তন বাবু তো বলেই দিয়েছেন, সাফ কথা।
পশ্চিমবঙ্গে হিন্দু বাঙ্গালির স্থানের অভাব হবে না, কিন্তু আগাছা ফসলের জমিতে থাকবে না।
শীর্ষেন্দু যদি আগাছা না হন, তবে কীসের ভয়? শীর্ষাসনে থাকলে প্রশ্ন-বিভ্রাট হবেই! বরং ‘উপরে পা, নীচে মাথা’ না দিয়ে সোজা হয়ে দাঁড়ান শীর্ষন্দু ওলট মুখোপাধ্যায়। “আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া।” কারা কেড়ে নিল আপনার ঘর-বাড়ি, কারা লুঠে নিল আপনার দেশাত্মীয়ার ইজ্জত, কারা মেরে দিল বুকে ছুরি?
সাহিত্যিক শীর্ষে নয়, মাটিতে নেমে আসলে উত্তর পাবেন।