করোনার (Corona Virus) দাপটে বিধ্বস্ত গোটা বিশ্ব। দ্রুত চিকিৎসার জন্যে দ্রুত শনাক্ত করা জরুরি। কিন্তু আরটি-পিসিআর(RT-PCR) রিপোর্ট হাতে আসতে বেশ কিছুটা সময় লাগে। এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে সিঙ্গাপুরের (Singapore) গবেষকরা। মাত্র ৬০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করে তাক লাগিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের গবেষকরা। এরইমধ্যে এ ডিভাইসের মাধ্যমে কোভিড টেস্টের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। সিঙ্গাপুরের দ্য হেলথ সায়েন্সেস অথরিটির ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শ্বাসযন্ত্রের মাধ্যমে দ্রুত পরীক্ষার অভিনব এ প্রযুক্তিটি নিয়ে এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের (National University of Singapore) অধীনে ব্রিদোনিক্স (Breathonix) নামে একটি স্টার্টআপ কোম্পানি। পরীক্ষামূলকভাবে এটি প্রথমে দেশটির মালয়েশিয়া সীমান্ত সংলগ্ন একটি শহরে ব্যবহারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে তারা।
কোভিড-১৯ শনাক্ত করতে বর্তমানে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, তার পাশাপাশি এই শ্বাস-প্রশ্বাস বিশ্লেষণের পরীক্ষাটিও চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।গত বছর এর যে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল সেখানে ৯০ শতাংশ সঠিক ফল এসেছিল বলে জনিয়েছে সংস্থাটি।
এই পদ্ধতিতে একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় এমন মাউথপিস ব্যবহার করা হয় এবং এমনভাবেই এটি তৈরি করা হয়েছে যেন কোনভাবেই তার মাধ্যমে দূষণ বা সংক্রমণ না ঘটে।ডিভাইসটিতে ফুঁ দেওয়ার পরে, এর প্রযুক্তি কোন ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের রাসায়নিক যৌগগুলো বিশ্লেষণ করে দেখে ওই ব্যক্তি ভাইরাসে সংক্রমিত কিনা। আর এই পরীক্ষায় পজিটিভ ফলাফল এলে ওই ব্যক্তিকে পিসিআর সোয়াব টেস্টও করানোর প্রয়োজন আছে- বলছে কোম্পানিটি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী কয়েক মাস ধরে কোভিড শনাক্তের হার শূন্য বা এক অঙ্কে থাকার পর সম্প্রতি সিঙ্গাপুরে শনাক্তের হার বেড়ে গিয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টও হদিশ পাওয়া গিয়েছে সেখানে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে এক মাসের জন্যে কঠিন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৬১ হাজার ৮৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে।