সোমবারই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫০ হাজার ভোটে হারাবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছিলেন নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ পরের দিনই ধর্মীয় মেরুকরণের কার্ড খেললেন তিনি৷ তৃণমূল সুপ্রিমোকে চ্যলেঞ্জ করে শুভেন্দু বললেন, আপনি কার ভরসায় নন্দীগ্রামে জিতবেন? ৬২ হাজারের ভরসায়? এখানে তো জয় শ্রী রাম বলেন, ২ লক্ষ ১৩ হাজার ভোটার৷’
এদিন সভার শুরু থেকেই মমতা বন্দোপাধায়কে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘ সোমবার মুখ্যমন্ত্রীর সভায় কারা এসেছিল আপনারা দেখেছেন। ওই সভাকে আমি হায়দরাবাদের আসাদউদ্দিন ওবেইসির সভা বলে মনে করি। ওখানে সাধারণ মানুষ যায়নি। কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা নিয়ে যাওয়া হয়েছিল, আর বাকিটা আপনারা জানেন। কারা ছিল, আমি আর আলাদা করে নাম করতে চাই না’। এরপরই মমতাকে শুভেন্দুর প্রশ্ন, ‘আপনি কার ভরসায় দাঁড়াবেন বলছেন? হিসাবটা আমার কাছে আছে, গ্রাম গুলোতো আমি চিনি। কার ভরসায়? ৬২ হাজারের ভরসায়? আর পদ্ম তো জিতবে ২ লক্ষ ১৩ হাজার ভোটের ভরসায়। দু’লাখ তেরো কারা? জয় শ্রী রাম বলেন যাঁরা। আর ৬২ হাজারেও এও সিঁধ কাটবো। চিন্তা নেই৷ আপনি শুধু প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেটারহেড তৈরি রাখুন।’
শুভেন্দু যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় শিশির-পুত্রর উদ্দেশ্যে বলেছিলেন, নন্দীগ্রামে ৪০ শতাংশ মুসলিম ভোট। কীভাবে জিতবেন শুভেন্দু অধিকারী? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মঙ্গলবার খেজুরির সভায় সেই প্রশ্নই ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
এদিন সরাসরি মমতাকে চ্যালেঞ্জ ছোঁড়েন শুভেন্দু৷ বলেন,দু’জায়গায় নয়, আপনাকে নন্দীগ্রাম থেকেই লড়তে হবে— মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে খেজুরির সভা থেকে এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতা ভোটের সময় পাঁচ বছর অন্তর নন্দীগ্রামে আসেন বলেও কটাক্ষ করেন শুভেন্দু। সভায় বাবুল সুপ্রিয় বলেন, মুখ্যমন্ত্রী ভবানীপুরে ভয় পেয়েছেন বলেই নন্দীগ্রামে দাঁড়াতে চাইছেন।