বিজেপিতে শোভনের যোগদানে দলের শক্তি বেড়েছে: মুকুল রায়

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য রাজনীতিতে ফের তোলপাড় এই দুই নাম নিয়ে৷ আদৌ কি বিজেপির শক্তি বাড়ল, এমন প্রশ্ন যখন মাথাচাড়া দিয়ে উঠছে, তখন কলকাতার প্রাক্তন মেয়র বিজেপি যোগ নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়৷

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার বিজপুরে একটি তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়৷ এতে উপস্থিত ছিলেন মুকুল রায়, অর্জুন সিং সহ বিজেপিতে যোগ দেওয়া একঝাঁক টলি-শিল্পী৷ হাজির ছিলেন মুকুল পুত্র শুভ্রাংশ রায়ও৷

এদিন যাত্রাশেষে নিজের বাড়িতে মুকুল রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসা করে বলেন, ‘শোভনের বিজেপিতে যোগদানের ফলে বিজেপির শক্তি অনেকটাই বাড়ল৷’

এদিন পুলিশের মার খাওয়া প্রসঙ্গে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন৷ তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার করা হোক৷ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সরকারের কাজ৷ কিন্তু অভিযুক্তরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট তাই তাদের বিরুদ্ধে কিছু করা হবে না৷’ এদিন অর্জুন সিং বলেন, ‘তৃণমূল এখন গুন্ডাদের দলে পরিণত হয়েছে। ওই দলে ভাল লোক নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.