অল্পের জন্য বড় রকমের দুর্ঘটনা এড়াল গেল হাওড়া-শান্তিনিকেতন এক্সপ্রেসে।
শনিবার দুপুর দেড়টা নাগাদ হাওড়া থেকে যাত্রী নিয়ে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের দুটি বগি ইঞ্জিন থেকে বেরিয়ে যায় বলে খবর।
শান্তিনিকেতন এক্সপ্রেসটি যখন বীরভূমের কাছাকাছি এসে পোঁছায় তখন চালকের নজরে আসে যে ট্রেনের দুটি বগি ইঞ্জিন ছেঁড়ে বেরিয়ে গিয়েছে।
বড়সড় দুর্ঘটনা এড়াতে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে চালক সঠিক সময়ে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়ায় প্রাণহানির ঘটনা বা জখমের মত বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।