এক দিকে রাজ্য জুড়ে উঠেছে বিজেপি ঝড়। সেই ঝড়ের প্রভাব পড়ল উত্তর ২৪ পরগণার বনগাঁ লোকসভা কেন্দ্রে। হাজার হাজার মতুয়া আজ বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের পায়ে পা মেলালেন। যারা হেঁসেল সামলান। হাতে খুন্তি ধরতেই অভ্যস্ত, তারা আজ সব কিছু বন্ধ রেখে কাঁধে ডঙ্কা হাতে কাঁসর বাজিয়ে ঠাকুরবাড়ির সংঘাধিপতি শান্তনু ঠাকুরকে বরণ করে নিলেন।
মতুয়া সঙ্ঘের ঠাকুর বাড়ির ছেলে শান্তনু ঠাকুর। মতুয়ারা ঠাকুর বলেই মানেন তাঁকে। রাস্তায় দেখা হলেই গড় হয়ে প্রাণাম করছে ঠাকুরকে। বুধবার সকালে কখনও হুডখোলা গাড়িতে কখনও হেঁটে উত্তর ২৪ পরগণার চারঘাট ও মেদিয়া বাজারে প্রচার করেন শান্তনু ঠাকুর। হাজার হাজার ভক্ত থেকে সাধারণ মানুষ এমনকি সংখ্যালঘু ভাইরাও এই মিছিলে যোগ দেন। মিছিল থেকে কেউ কেউ বলে ওঠেন, এ ঝড় শান্তির ঝড়। এতো দিন পর যোগ্য নেতাকে কাছে পেলাম।
পাশাপাশি শান্তনুবাবু বলেন, ঝড় তুলেছিল শাসক দল। পঞ্চায়েত ভোটে বাগদা, গোপালনগর, আকাইপুর, এলাকায় মানুষের ওপর। শাসক দলের ঝড়ে সাধারণ মানুষকে ঘর ছাড়া করেছিল। এলাকায় ঢুকে ভোট লুট করেছিল তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে বনগাঁ হাবড়া থেকে দুষ্কৃতীদের নিয়ে গিয়ে তান্ডব চালিয়েছিল বাগদা অঞ্চলে। মানুষ ভুলে যায়নি শাসক দলের অত্যাচারের কথা। অনেক মানুষ মুখ বুজে আছে। ঠিক সময় তারা প্রতিবাদ করবে। এই দুর্নীতি সন্ত্রসবাদীদের মোকাবিলা ভোটবক্সে করবে বলে আশাবাদী তিনি।
শান্তনুবাবু এও বলেন, নাগরিকত্ব বিল নিয়ে প্রতারণা করেছেন তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ মমতাবালা ঠাকুর। তাই এবার আর মতুয়াদের ভোট পাবেন না তিনি। বনগাঁ থেকে সাংসদ নির্বাচিত হওয়া বিষয়ে আশাবাদী শান্তনু।