আজ ধর্মতলায় এসএসসি-র ছাত্রছাত্রীদের অনশন মঞ্চে বসে শঙ্কুদেব পণ্ডা বলেন, সফিসটিকেটেড সন্ত্রাস চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদ থাকা সত্ত্বেও চাকরি দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। এইসঙ্গে তাঁর মত, পার্থ চট্টোপাধ্যায় একজন অযোগ্য শিক্ষামন্ত্রী। তাঁর আরও দাবি, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অবিলম্বে চাকরি দিতে হবে, না হলে এসএসসি-র ছাত্রছাত্রীদের অনশন মঞ্চ থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে।
সোমবার সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া ছাত্র নেতা জানান, ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিতেই ধর্মতলায় অনশন মঞ্চে আজ হাজির হয়েছেন। ছাত্রছাত্রীদের চাকরি না পাওয়ায় রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান তৃণমূল ছাত্রপরিষদের প্রাক্তন সভাপতি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন।
শঙ্কুর অভিযোগ, একই পরীক্ষায় পাশ করে মন্ত্রীর মেয়ের চাকরি হয়ে গেল, অথচ সাধারণ ছাত্রছাত্রীদের মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি হচ্ছে না! এর জবাব দিতে হবে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে। শঙ্কুর দাবি, হয় পার্থবাবু চাকরি দিন, না হলে পদত্যাগ করুন।