বয়স্ক কনস্টেবলের হাত ছাড়িয়ে আসানসোল আদালত চত্বর থেকে গায়েব দাগী আসামী মহঃ শাহাবুদ্দিন

খুূূব ভুল না বললে বামফ্রন্ট আমলে বুদ্ধদেব ভট্টচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে সরকারি অফিসের কর্মীদের খোল নোলচে বদলে ফেলার এক ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন | সেই খাতায় নাম ছিল রাজ্য পুলিশেরও | বিশষ করে কনস্টেবল পদে আসীন পুলিশ কর্মীদের সক্রিয়তা ও কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক দিন থেকেই |

সরকার বদলালেও এই সক্রিয়তা ফেরাতে বু্দ্ধ সরকারের মতই ব্যর্থ তৃণমূল সরকার | না মন গড়া কথা নয় | জলজ্যান্ত প্রমাণ পেতে পারতেন কেউ যদি আসানসোল আদালত চত্বরে বুধবার দুপুরে থাকতেন | সিনেমার কায়দায় কীভাবে আসামী পালিয়ে যায় পুলিশকে ধাক্কা মেরে তা চাক্ষুষ করতে পারতেন |

বুধবার দুপুরে গৃহবধূকে নির্যাতনের মামলায় অভিযুক্ত এক আসামীকে নিয়ে আসানসোল আদালতে এসেছিলেন এক প্রবীণ কনস্টেবল | আদালত চত্বরে ঢোকার পরে আচমকাই সেই কনস্টেবলের হাত ছাড়িয়ে পালায় আসামী মহঃ শাহবুদ্দিন |

ঘটনায় আসানসোল আদালতের কোর্ট ইন্সপেক্টরের গাফিলতির কারণ প্রকাশ্যে এসেছে । নিয়ামাতপুরের বেজডির বাসিন্দা মহঃ শাহাবুদ্দিন এই কান্ড ঘটায় যখন তাকে আদালতের পুলিশ সেল থেকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল |

শাহাবুদ্দিনের বিরুদ্ধে ৪৯৮-৯৯/১৮ বধূ নির্যাতন এবং হত্যা করার ষড়যন্ত্রের মামলা চলছিল | আসানসোল আদালতে আসামির পালানোর ঘটনা বিচারককে জানানো হয় এরপর | ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করা হয়েছে । একজন দাগী আসামিকে বয়স্ক কনস্টেবলের সঙ্গে পাঠানোর পিছনে কোন চক্রান্ত ছিল কিনা, তাই তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.