খুূূব ভুল না বললে বামফ্রন্ট আমলে বুদ্ধদেব ভট্টচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে সরকারি অফিসের কর্মীদের খোল নোলচে বদলে ফেলার এক ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন | সেই খাতায় নাম ছিল রাজ্য পুলিশেরও | বিশষ করে কনস্টেবল পদে আসীন পুলিশ কর্মীদের সক্রিয়তা ও কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক দিন থেকেই |
সরকার বদলালেও এই সক্রিয়তা ফেরাতে বু্দ্ধ সরকারের মতই ব্যর্থ তৃণমূল সরকার | না মন গড়া কথা নয় | জলজ্যান্ত প্রমাণ পেতে পারতেন কেউ যদি আসানসোল আদালত চত্বরে বুধবার দুপুরে থাকতেন | সিনেমার কায়দায় কীভাবে আসামী পালিয়ে যায় পুলিশকে ধাক্কা মেরে তা চাক্ষুষ করতে পারতেন |
বুধবার দুপুরে গৃহবধূকে নির্যাতনের মামলায় অভিযুক্ত এক আসামীকে নিয়ে আসানসোল আদালতে এসেছিলেন এক প্রবীণ কনস্টেবল | আদালত চত্বরে ঢোকার পরে আচমকাই সেই কনস্টেবলের হাত ছাড়িয়ে পালায় আসামী মহঃ শাহবুদ্দিন |
ঘটনায় আসানসোল আদালতের কোর্ট ইন্সপেক্টরের গাফিলতির কারণ প্রকাশ্যে এসেছে । নিয়ামাতপুরের বেজডির বাসিন্দা মহঃ শাহাবুদ্দিন এই কান্ড ঘটায় যখন তাকে আদালতের পুলিশ সেল থেকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল |
শাহাবুদ্দিনের বিরুদ্ধে ৪৯৮-৯৯/১৮ বধূ নির্যাতন এবং হত্যা করার ষড়যন্ত্রের মামলা চলছিল | আসানসোল আদালতে আসামির পালানোর ঘটনা বিচারককে জানানো হয় এরপর | ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করা হয়েছে । একজন দাগী আসামিকে বয়স্ক কনস্টেবলের সঙ্গে পাঠানোর পিছনে কোন চক্রান্ত ছিল কিনা, তাই তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ |