ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছে বিভিন্ন কর্মী সংগঠন। সোমবার নির্দেশিকা জারি করে জানানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে কমিশনের মেয়াদ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মীরা। বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার টিফিনের সময় রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, কো অর্ডিনেশন কমিটির তরফ থেকে।
সরকারি কর্মীদের সংগঠন রাজ্য কো অর্ডিনেশন কমিটির তরফে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরও ৭ মাস বৃদ্ধির সিদ্ধান্তের তারা তীব্র বিরোধিতা করছে সরকারি সিদ্ধান্তকে তারা ধিক্কার জানিয়েছেন। সারা ভারতে কেন্দ্র ও সব রাজ্য সরকার পে কমিশন এবং ডিএ আপডেট করে দিলও পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকরা আর্থিকভাবে চরম বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। ব্যাপক দুর্নীতি, উৎসব, কার্নিভাল সহ ক্লাবকে টাকা দাওয়া, হরিলুটের মত দেদার খরচ করছে সরকার। আর যখন ডিএ নিয়ে কর্মীরা আন্দোলন করছে, তখন নেতাদের দূরদূরান্তে বদলি করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। কো অর্ডিনেশন কমিটি জানিয়েছে, বামফ্রন্ট এর আমলে শেষ পে কমিশন ছয় মাসের মধ্যে সুপারিশ করেছিল এবং সিদ্ধান্ত ১৫ দিনের মধ্যে কার্যকর করা হয়েছিল। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সারা রাজ্য জুড়ে অফিসে অফিসে টিফিন-এর সময় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে কো-অর্ডিনেশন কমিটির তরফ থেকে সব কর্মচারীদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান করা হয়েছে। সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবিও করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের অপর সংগঠনের তরফে মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্তে বঞ্চনার শিকার হচ্ছেন সরকারিকর্মীরা।