বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় অর্থাৎ অন্তিম পর্ব চলছে। এই পর্যায়ে মোট আগের দু’দফার মতো এই দফাতেও কড়া নজর রাখছেন পর্যবেক্ষকেরা। এই পর্যায়ে মোট ১৫ টি জেলার ৭৮ টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করতে ভোট দেবেন।
এদিন প্রার্থী হিসেবে লড়ছেন মোট ১২০৪ জন প্রার্থী। সকাল থেকে বুথের বাইরে লাইন দিয়ে এই প্রার্থীদের ভাগ্য নির্বাচন করে দিচ্ছেন বিহারের মানুষ। এই পর্বে সিমরি বখতিয়ারপুর ও মধেপুরার আসনও ভোট হবে।
অন্যদিকে ভোটপর্ব শুরু হতে না হতেই সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে বিহারবাসীকে গণতন্ত্রের এই পবিত্র উত্সবে অংশীদার হওয়ার আবেদন করেছেন। একই সঙ্গে মাস্ক পড়তে ও সোশ্যাল ডিস্ট্যানসিং মেনে চলতেও অনুরোধ করেন মোদী। ভোটদানের একটি নতুন রেকর্ড তৈরির আবেদন করেন মোদী।
প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটারদের কাছে সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আবেদন করেন। বিশেষ করে তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, “বিহারে উন্নয়ন ও সুশাসনকে নিশ্চিত করতে দৃঢ়ভাবে ভোট দিন ও অন্যদেরকেও ভোটদানের ব্যাপারে উৎসাহিত করুন।
সকাল থেকেই ভোট দিতে লাইন পড়েছে বুথগুলিতে। কোভিড নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়েছেন ভোটারেরা। সকাল ৮ টা অবধি নতুন করে কোনও গন্ডগোলের খবর সামনে আসেনি বলে জানা গিয়েছে।