নতুন উচ্চতায় সেনসেক্স নিফটি

শেয়ারবাজারের উত্থান অব্যাহত। মঙ্গলবার বাজারে শেয়ার কেনার হিড়িক দিনের শেষে নতুন রেকর্ড উচ্চতায় উঠল সেনসেক্স নিফটি। করোনা প্রতিষেধক আগেই আসছে এই খবর ছড়িয়ে পড়ায় শেয়ারবাজারের সূচক তড়তড়িয়ে উঠছে।

দিনের শেষে সেনসেক্স ৪৪৫.৮৭ পয়েন্ট বা ১.০১ শতাংশ উঠে নয়া রেকর্ড উচ্চতা ৪৪,৫২৩.০২ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে নিফটি এদিন ১২৮.৭০ পয়েন্ট বা ১ শতাংশ উঠে রেকর্ড উচ্চতা ১৩০৫৫.১৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন প্রথম নিফটি ১৩ হাজারের গণ্ডি পেরোল।

এদিনের শেয়ার সূচক ওঠায় বিএস ইতে লগ্নিকারীদের শেয়ারের বাজার মূল্য ১.৫ কোটি টাকা বেড়ে তা গিয়ে দাঁড়িয়েছে ১৭৪.৯১ লক্ষ কোটি টাকা, যেখানে সোমবার অংকটা ছিল ১৭৩.৪৬ কোটি টাকা।

এদিন ব্যাংকের শেয়ারের দাম বাড়তে থাকে যার ফলে ব্যাংক নিফটি ২.৪৬ শতাংশ বৃদ্ধি হয়। নিফটি শেয়ারগুলির মধ্যে আদানী পোর্ট সবচেয়ে বেড়েছে ৪.৫৬ শতাংশ। তার পরেই রয়েছে অ্যাক্সিস ব্যাংক এবং হিন্দলকো যাদের বৃদ্ধি যথাক্রমে ৪.০৪ শতাংশ এবং ৩.৬২ শতাংশ।

এদিন যেসব সংস্থার শেয়ারের দাম কমেছে তাদের মধ্যে রয়েছে টাইটান,এইচডিএফসি এবং বিপিসিএল। এদিন এনএসইতে ১৬৭৫ শেয়ার লেনদেন হয়েছে যার মধ্যে ৯৯৪টি দাম বেড়েছে এবং ৬৮১ শেয়ারের দাম কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.