জুন মাসে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়েছেন। তিনি বলেন, “করোনা নিয়ন্ত্রণের জন্য রাজ্যে আগামী এক পকক্ষ কিছু কঠোর বিধি জারি হয়েছে। তাই জুনের প্রথমার্ধে মাধ্যমিক ও দ্বিতীয়ার্ধে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না।”
তাই জুনের প্রথমার্ধে মাধ্যমিক ও দ্বিতীয়ার্ধে উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষা দফতর এই বিষয়ে পর্ষদ ও সংসদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
প্রসঙ্গত আগামী সোমবার ব্রাত্য বসু শিক্ষামন্ত্রকের দায়িত্ব নেবেন। সূত্রের খবর, এইদিন তিনি জরুরি বৈঠকও করবেন পর্ষদ এবং সংসদের সঙ্গে। সেখানেই সিদ্ধান্ত হবে পরীক্ষা হলেও তা কী ভাবে হবে। পরীক্ষা বাতিল করে কী সব ছাত্রকে গড়ে নম্বর দেওয়া হবে, যেমনটা হয়েছিল ২০২০ সালের উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে। তবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই রাজ্য সরকারি সূত্রে জানা যাচ্ছে।
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শনিবার নবান্নে জানিয়েছেন, আগামী জুন মাসে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং তৃতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক হওয়ার কথা ছিল। রাজ্যজুড়ে এখন কার্যত লকডাউন পরিস্থিতি তৈরী হয়েছে । এর মধ্যে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সময় পাওয়া যাচ্ছে না বলেই আপাতত স্থগিত রাখা হচ্ছে এই পরীক্ষা। পরবর্তী সময়ে নোটিফিকেশান জারি করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে আশ্বস্ত করছেন মুখ্যসচিব।
এ দিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছে।” জুন মাসে কোনও পরীক্ষা হবে না। শিক্ষা দফতর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরে এই দুই পরীক্ষার দিনক্ষণ ঠিক হবে। তারপর নোটিফিকেশন করবেন।”
রাজ্য প্রশাসন মনে করছে, লকডাউন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা নিতে পারবে না শিক্ষা দফতর। কারণ গণপরিবহণ বন্ধ থাকলে ছাত্র হোন বা আধিকারিক, কেউই পরীক্ষার সময়ে যাতায়াত করতে পারবেন না। আর রাজ্য যে কোনও অবস্থাতেই অনলাইন পরীক্ষা নিতে চায় না বলে আগেই জানিয়েছে।