রোমান কলোসিয়ামের আদলে হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন

কিছু দিনের মধ্যেই চালু হতে যাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো৷ প্রকল্পের প্রথম ধাপে সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত দৌড় শুরু করবে মেট্রো রেল৷ দ্বিতীয় ধাপে শুরু হবে অন্তিম স্টেশন হাওড়া ময়দান পর্যন্ত৷ এর মধ্যে শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরি হচ্ছে রোমান কলোসিয়ামের আদলে৷

ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট ১২ টি স্টেশন৷ এর মধ্যে শিয়ালদহ মেট্রো স্টেশনটি খুবই গুরুত্বপূর্ন৷ কারন এটিই হবে সবচেয়ে ব্যস্ততম স্টেশন৷ তাই এই স্টেশনের প্রতি বিশেষ নজর দিয়েছে রেল৷ যেখানে ঢোকা ও বেরনোর জন্য ১৮টি এসকালেটর থাকছে৷ এছাড়া ৫টি লিফট এবং ৩১টি সিড়ি৷ এর পাশাপাশি যাত্রীচাপ সামলাতে থাকছে ২৮টি টিকিট কাউন্টার।

শিয়ালদা মেট্রো চলবে মাটির ১৬ মিটার নীচ দিয়ে। যেখানে ২টি নয় থাকবে ৩টি প্লাটফর্ম৷ শিয়ালদহ রেল স্টেশন থেকে মেট্রো স্টেশনে যেতে হচ্ছে ভূগর্ভস্থ পথ৷ সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ লাইন পাতার কাজ প্রায় শেষের পথে৷ অন্যদিকে শিয়ালদহ থেকে ধর্মতলা লাইন পাতার কাজ চলছে৷

ইস্টওয়েস্ট মেট্রো দু’টি অংশে নির্মাণ করা হচ্ছে। প্রথম অংশ হল সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশন। এই অংশে রয়েছে ৮টি স্টেশন৷ এদের মধ্যে শিয়ালদহ ও ফুলবাগান স্টেশন দু’টি ভূগর্ভস্থ। এছাড়া অপর অংশটি শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত। এই অংশে রয়েছে ৪ টি স্টেশন৷ এর সবগুলো স্টেশনই ভূগর্ভস্থ। ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম কলকাতায় নদীর নীচের মেট্রো সুড়ঙ্গ বা রেল সুড়ঙ্গ। মহাকরণ ও হাওড়া স্টেশন এর মাঝে গঙ্গা নদীর নীচ দিয়ে সুড়ঙ্গ খুড়ে রেল পথ নির্মাণ করা হয়েছে।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট ১২ টি স্টেশন রয়েছে৷ সেগুলো হল-

১ ) সল্টলেক সেক্টর ফাইভ 
২ ) করুণাময়ী 
৩) সেন্ট্রাল পার্ক 
৪) সিটি সেন্টার 
৫) বেঙ্গল কেমিক্যাল 
৬) যুবভারতী ক্রীড়াঙ্গন 
৭) ফুলবাগান 
৮) শিয়ালদহ 
৯) এসপ্ল্যানেড 
১০) মহাকরণ 
১১) হাওড়া স্টেশন 
১২) হাওড়া ময়দান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.