মঙ্গলবার, ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব-২০২০। সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব-২০২০। আগামী ২৫ ডিসেম্বর ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব-২০২০-র সমাপ্তি হবে। এই উৎসবের মূল উদ্দেশ্য হল-জনগণের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের অবদান তুলে ধরা এবং এর ফলে মানুষ কিভাবে উপকৃত হবে তা অবগত করা।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকীতে ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত আন্তর্জাতিক বিজ্ঞান ফেস্টিভ্যাল-২০২০। সমাপ্ত হবে অটল বিহারি বাজপেয়ীর জন্মবার্ষিকী ২৫ ডিসেম্বর। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিট নাগাদ ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৫ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু।’ ভিডিও কনফারেন্সিং মারফত উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
2020-12-21