ইভটিজিং রোখার জন্য রাজ্যের মালদা জেলার এক সরকারি স্কুল আজব এক নির্দেশ জারি করেছে। ওই নির্দেশ অনুযায়ী, ছেলে এবং মেয়েরা আলাদা আলাদা দিনে স্কুলে আসবে।
মালদা জেলার হবিবপুর এলাকার গিরিজা সুন্দরি বিদ্যা মন্দিরের এই সিদ্ধান্তে প্রশাসন আপত্তি জানিয়েছে। প্রশাসন এই পদক্ষেপকে আজব বলে, সেটিকে ফেরত নেওয়ার আবেদন করেছে।
ওই স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পাণ্ডে দাবি করে বলেছেন, ইভটিজিং এবং স্কুলের ছাত্রিদের সাথে অনেক অপ্রীতিকর ঘটনা সামনে আসার পর, স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। পাণ্ডে বলেন, ‘ স্কুলের মেয়েরা সোমবার, মঙ্গলবার আর শুক্রবার দিন স্কুলে আসবে। আর ছেলেরা বুধবার, বৃহস্পতিবার আর শনিবার দিন স্কুলে আসবে। আপাতত এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।”
যদিও রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জী এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পার্থ চ্যাটার্জী বলেন, ‘এইরকম নির্দেশ অথবা সিদ্ধান্তকে কোনদিনও সমর্থন করা যাবেনা। আমরা আধিকারিকদের এই ব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছি, আর এই নির্দেশকে অতি স্বত্বর বরখাস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।”