বড় মাপের কোনও সংঘর্ষ না হলেও সকাল থেকেই টানটান উত্তেজনার ছবি বজায় রইল ধনেখালির বিভিন্ন বুথে। বিজেপির অভিযোগ, অধিকাংশ বুথেই তাঁদের এজেন্টকে বসতে বাধা দেয় রাজ্যের শাসক দল। এর জন্য দিনভরই হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ছুটোছুটি করে বেড়ালেন ধনেখালির এ মাথা থেকে ও মাথা। কোনও কোনও জায়গায় রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তিনি।
সকালে ধনেখালির কালিকাপুর বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়। এই খবর পেয়ে সেখানে পৌঁছোন লকেট। লকেটের অভিযোগ, সকালে বুথে ঢুকতে গেলে তাঁদের পোলিং এজেন্টদের রীতিমতো হুমকি দিয়ে বুথ থেকে বার করে দেওয়া হয়। রাজ্য পুলিশের উপস্থিতিতেই চলে এই হুমকি। তিনি বলেন, “রাত থেকেই হুমকি সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। ভোটারদের ভোটের লাইনে আসতে বাধা দিচ্ছে। আমাদের এজেন্টদেরও বসতে দেয়নি।”
কালিকাপুর বুথে লকেটের সঙ্গে বাকবিতণ্ডা চলার সময় খবর আসে বেলমুড়ি ও মল্লিকপুরেও বিজেপি এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। সেই খবর পেয়ে সেখানে ছুটে যান তিনি। ধনেখালির ২১১ নম্বর বুথে এক বিজেপি পোলিং এজেন্টকে অপরহণের অভিযোগ ওঠায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনী অবস্থা সামাল দেয়। কাঁকড়াকুলিতেও বচসায় জড়িয়ে পরেন লকেট।