মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে মমতা ব্যানার্জীর সরকার, এমন অভিযোগ বহুবার রাজ্যের বিরোধী দল বিজেপি ও সিপিআইএম উঠিয়েছে। তবে যেহেতু অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক স্তরে হতো তাই এর তেমন কোনো প্রভাব রাজ্য সরকারের উপর পড়েনি। তবে এবার কলা শিল্পীদের বাক স্বাধীনতা, কর্ম স্বাধীনতা কাড়তে গিয়ে বড়ো ঝটকা পেল মমতা ব্যানার্জীর সরকার।
আসলে আজ সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জীর সরকারের উপর মোটা টাকার জরিমানা লাগিয়েছে। ভুতের ভবিষ্যত সিনেমা বন্ধ করায় সুপ্রিম কোর্ট মমতার সরকারের উপর ২০ লক্ষ টাকা জরিমানা করেছে। আদালত জানিয়েছে যে, সেন্সর বোর্ড থেকে মুক্তি পাওয়া ছবিকে কোনোভাবেই আটকানো যাবে না। এইভাবে হিটলারি শাসন চালিয়ে সিনেমা বন্ধ করা অপরাধ ও অন্যায় বলে আগেই মত প্রকাশ করেছিল বহুজন। এখন আদালত সেই মতের সমর্থনে রায় দিয়ে তৃণমূল সরকারকে ঝটকা দিয়েছে।
প্রসঙ্গত জানিয়ে দি, ১৫ ফেব্রুয়ারি ভুতের ভবিষ্যত মুক্তি পাওয়ার পরদিন ১৬ ফেব্রুয়ারি ছবিটিকে রাজ্যের সিনেমা হলগুলি থেকে তুলে নেওয়া হয়। ছবি এইভাবে বন্ধের কারণ করার সঠিক উত্তর না পেয়ে আদালতের দারস্ত হয় সিনেমার প্রযোজক সংস্থা। আর এই ইস্যুতে বড় জয় পেয়েছে তারা। ২০ লক্ষ টাকা হলের মালিক ও প্রযোকজদের মধ্যে দেওয়ার নির্দেশ জারি হয়েছে। একইসাথে ১৫ ই মার্চ থেকে সিনেমাকে আবার হলে চালনা করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।