দলে ভাঙন আটকাতে বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। আজ কলকাতায় দলের সমস্ত বিধায়ককে তলব করা হয়েছে। দলের ডাকে সাড়া দিয়ে অনেক বিধায়ক কলকাতায় এসেছেন। তাদের সঙ্গে বৈঠক করে দল না ছাড়ার জন্য অনুরোধ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, মুকুল রায় দল ছাড়তেই বেশ কয়েক জন বিধায়ক বেসুরো। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস প্রকাশ্যেই দল বিরোধী কথা বলেছেন। এছাড়াও উত্তরবঙ্গের ও জঙ্গলমহলের দু’জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে না বলে সূত্রের খবর।
রাজ্যের বিরোধী দলনেতা জানেন, মুকুল রায় দল
ভাঙানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত। অনেক বিধায়ককে টোপ দিয়েছেন মুকুল রায়। সেকথা ভালোই জানেন নন্দীগ্রামের বিধায়ক। তাই মুকুল রায়ের দল ভাঙানোর খেলা আটকাতে বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বৈঠকে তিনি বলেন, যারা চলে যাবার কথা ভাবছেন তারা যেতে পারেন। তবে মনে রাখবেন মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। মানুষের সাথে বেইমানি না করাটা ভালো। যারা থাকবেন তাদের নিয়ে বিজেপি লড়াই করবে বলে বৈঠকে জানিয়েছেন, শুভেন্দু অধিকারী। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। দলের বিধায়কদের নিয়ে রাজভবনে যান তিনি। বিধায়কদের ভয় দেখানো হচ্ছে বলে রাজ্য পালকে নালিশ জানান রাজ্যের বিরোধী দলনেতা।